শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, তত্ত্বাবধায় প্রকৌশলীর কার্যালয়, রংপুর জেলা কমিশনারের কার্যালয়ের সম্মুখে কাচারী বাজার এলাকায় ৪ তলা ভবনবিশিস্ট শিক্ষা চত্বরে অবস্থিত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বিভিন্ন সহযোগী সংস্থা হিসাবে এবং ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট নামে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভৌত, অবকাঠামোগত এবং সেবামূলক কার্যক্রম প্রদান করে। রংপুর জেলায় এ ডিপার্টমেন্ট ১৯৭৩ ইং থেকে ১৯৮৪ ইং পর্যন্ত সহকারী প্রকৌশলীর নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করে এবং ১৯৮৫ ইং সালে রংপুরসহ দেশের মোট ১৭টি জেলায় অত্র ডিপার্টমেন্টের জোন অফিস চালু হয়। বর্তমানে এটি রংপুর বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস