রংপুর শহরের প্রাণকেন্দ্র কাচারী বাজার এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিসটি অবস্থিত। শহরের মডার্ণ মোড় থেকে লালবাগ ও জাহাজ কোম্পানী মোড় পাড় হওয়ার পর কাচারী বাজার এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয় এর দক্ষিণ দিকে অত্র অফিসটি অবস্থিত। এছাড়াও মাহীগঞ্জ ও সাথমাথা থেকে জাহাজ কোম্পানী মোড় পাড় হয়ে কাচারী বাজার এসে উল্লেখিত ঠিকানায় অফিসটি পাওয়া যাবে। তাছাড়া বাস টার্মিনাল বা মেডিকেল মোড় থেকে চেকপোষ্ট ও ডিসির মোড় দিয়ে অত্র অফিসে আসা যাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অফিসটি রংপুর শহরের শিক্ষাচত্তরে অবস্থিত যেখানে ডিডি মাধ্যমিক ও ডিডি প্রাথমিক এবং জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ও অবস্থিত। এছাড়া নিম্নের ঠিকানা ও টেলিফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে ।
নির্বাহী প্রকৌশলীর কার্যালয়
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রংপুর জোন, জেলা শিক্ষা অফিস ভবন
কাচারী বাজার, রংপুর ।
টেলিফোন : ০৫২১-৬২৮১৬
ফ্যাক্স : ০৫২১-৬১০৩৯
ই মেইল : xeneedrangpur@yahoo.com
ওয়েবসাইট : http://www.eedmoe.gov.bd/eed/
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিসটির অবস্থান মানচিএে : https://maps.google.com/maps?hl=en&tab=3l
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS