সরকারের কেন্দ্রীয় কর্মসূচী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের চাহিদা অনুযায়ী প্রতি বছর সরকারী ও বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ এবং মেরামত ও সংস্কার কাজসহ আসবাবপত্র সরবরাহ করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জোনের অধীনে রংপুর এবং গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ পরিচালনা করছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর সকল ভবন নির্মানসহ সামগ্রিক ভৌত ও অবকাঠামোগত সুবিধা প্রদানের জন্য নির্মান কাজ পরিচালনা করছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ কাজ এবং আসবাবপত্র সরবরাহে মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে লেখাপাড়ার সুযোগ পাবে। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক স্যানিটেশন ও পানি সরবরাহ ব্যবস্থা তৈরী করা হয়। ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর পরিবেশে এবং নিরাপদে শিক্ষা গ্রহণ করতে পারবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS